অরক্ষিত লেভেল ক্রসিং, উদাসীনতায় আরেক মৃত্যুফাঁদ
রাব্বিউল হাসান, জয়পুরহাটঘড়িতে ৯টা বেজে ২০ মিনিট। সাড়ে ৯টায় যাবে ট্রেন। গেটম্যান না থাকায় জয়পুরহাট সদরের বারোঘাটি পুকুর লেভেলক্রসিং দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারী। শুধু বারোঘাটি পুকুর লেভেলক্রসিংয়ের চিত্র এমন না, জয়পুরহাট জেলার বেশিরভাগ লেভেলক্রসিংয়ের চিত্র এমন…